আজ (১১/১০/২০২০) দুপুর ১২ ঘটিকা থেকে First Come First Serve (FCFS) পদ্ধতিতে অবশিষ্ট শূন্য আসনে ভর্তি শুরু হবে।
First Come First Serve (FCFS) পদ্ধতিতে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান ও ট্রেড পছন্দ করতে হবে। চতুর্থ পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। ০৪/১০/২০২০ হতে ০৮/১০/২০২০ -এর মধ্যে নিশ্চায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করতে হবে।